ঈশ্বর ,আমাকে তুমি ক্ষমা করে দাও
আমি দোষ করিনি কিছুই এতদিন পৃথিবীতে
দোষী আমার বিধূত যৌবন ,
তাই দমকা হাওয়ায় মন্দিরের পূজার প্রদীপ নিভে গেছে
শিখাতেও দেখেছি স্পন্দন ।
ঈশ্বর , ক্ষমা করে দাও সব পাপ ,
আমি দোষী নই ,যৌবন এনেছে অভিশাপ ।
পৃথিবীর মানুষেরা  ,আমাকে ক্ষমা করো ,
আমি দোষ করিনি কিছুই
কাম ক্রোধ লোভ এরাই করেছে দোষ এনেছে অনুতাপ ,
চিত্তগহনে মোর আজ শুনি করুণ বিলাপ ।
এরপরে দেহ মন হাল্কা করে মানুষকে ভালোবেসে যাবো
পাহাড়ের চূড়ায় উঠে তারস্বরে বলে দেবো
আমি মানুষ হয়ে গেছি ।


*************************************