চোখের সম্মুখে খোলা আছে সর্পিণীর গোপন বিবর
সেও জেনেছে পৃথিবীতে আছে তার ঘর
তাই সে ঘর গড়ে নাকো আর ।
মানুষের সুরম্য প্রাসাদ আছে ,তবু মানুষ
নগরের সন্ধানে ধ্বংস করে জানোয়ার  বন ;
সুদৃশ্য নগর গড়ে করে সে সুখের আয়োজন ।
তার মনে জেগে আছে লোভ ,
এখনো দেখি মানুষের হৃদয় কন্দরে
জানোয়ার যত আছে তুলেছে বিক্ষোভ ।
কেন মানুষ গায়ে মাখে ধ্বংসের কালিমা ?
মানুষ হতে গেলে কত বড় নগরের প্রয়োজন ?
কত আর অর্থ বেশি লাগে ?
তবু আজো সভ্যতা-গর্বী মানুষের সভ্যতার বৃথা অন্বেষণ ।


সময় এসেছে হিসেব নেবার ,
সন্তানের জন্ম দিতে গিয়ে কত সহস্র শুক্রকীট মরে যায়
সে যন্ত্রণা পায় কেবা আর ?
তাই ভাবি মানুষ মানুষ হলে বিবরও হয়ে যাবে ঘর
অনন্ত নীলিমা মাঝে দেখিবে সে
দুর্নিবার আকাঙ্ক্ষায় শুয়ে আছে মৃত্যুর বিবর ।


*************************************