এ রোগের উপশম নেই আমি জানি
দুঃখ পেতে পেতে দুঃখ খেতে খেতে
কোন সুখ এখন আর ভালোও লাগে না ,
মনে হয় সুখ সব আছে অমা রাতে ।


সূর্যের প্রখর কিরণে প্রক্ষালন করেছি এই মুখ
জোনাকির কোমল আলো তবু কিছু ভালো ,
চাঁদের জোছনায় দেখি আমি শুধুই আঁধার
দুঃখ খেয়ে খেয়ে সুখ সব হয়ে গেছে কালো ।


মদের নেশার মতো দুঃখের নেশায় হয়েছি মাতাল
এ এক অদ্ভুত রোগ ,তারা সব তাই খসে পড়ে ,
সুখ দেখে কেন জ্বর আসে দেহে মনে রোজ ?
দুঃখ খেয়ে আসে ঘুম ,জীবনও উড়ে গেছে ঝড়ে ।


*******************************