ঘুমিয়ে পড়েছি আমি কোনদিন দেখবো না বলে
সাদা বক পাড়াগাঁর অস্ফুট ক্রেংকার ,
অনেক ভিজেছি জলে তবু সেই মেয়ে আসেনি তো আর ।
একদিন যে মেয়েটি খুলে রেখেছিল দূরে
সংগোপনে কুমারীর লজ্জার নির্মোক ,
ঘুমিয়ে পড়েছি জেনে সেই মেয়ে পাবে জানি শোক ।
কাকে সে বোঝাবে মানে কলহাস্য মধুর জীবন ?
খদ্যোতের কোমল আলো তার সব খুলে আবরণ
কখন গিয়েছে মিশে অন্ধকারে জেনেছে কী মেয়ে ?
আজ তাই পড়েছি ঘুমিয়ে
তাকে আমি কোনদিন দেখবো না বলে
পাড়াগাঁর জুগুপ্সার সেই নাভিমূলে ।


কোনদিন দেখবো না তাকে তাই ঘুমিয়ে পড়েছি
সে মেয়েকে কোনদিন দেখবো না  আর ,
শব সাধকের বুকে পড়ে আছে ঘুমঘোরে শুধু অন্ধকার  ।


************************************