তোমার পাতা অনেক পবিত্র জানি
দেবতার পায়ে তার স্থান ,
আমি চাই না তোমাকে এ হৃদয় মাঝে
ক্ষুধার জ্বালায় মোর কেঁপে ওঠে প্রাণ ।


এখনো তমিস্রার বুকে জাগে হাহাকার
জীর্ণবস্ত্র পুড়ে যায় জঠর অনলে ,
ভিখারি হবে কী খুশি
ভিক্ষার থালায় তোমার পবিত্র পাতা পেলে ?


তোমার কাঠে হয় কী রান্নার কাজ ?
পারো কী কখনো দিতে সুস্বাদু ফল
আম জাম কাঁঠালের মতো  ?
পারো না দিতে তাই চোখে দেখি জল ।


খালি পেটে হয় কী ধর্ম ? কে তোমাকে চায় ?
দেবতা চাইতে পারে ,খোলা আছে তাদের দুয়ার ,  
তুমি ধুলা মাটি ছেড়ে স্বর্গে চলে যাও
মর্ত্যে থাক শোক দুঃখ ক্ষুধার খাবার ।


*******************************