আয়ুরেখা মোর থেমে গেছে বুঝি কবে
জীবনে দেখি না আর চাঁদের আলোক ,
আছে আজ  ঘিরে সাহারার জ্বলন্ত নির্মোক
ভেসে গেছে  আশা রুদ্ররূপী দুর্লঙ্ঘ্য অর্ণবে ।


পাহাড়ের দেশে একা শুয়ে আছি আমি
সেখানে   শ্রাবণে বৃষ্টি হয় না কখনো ,
উদাসীন মেঘগুলি দলে দলে ঘুমায় এখনো
মন  আজ  ধূসর কালাহারি সম মরুভূমি ।


আয়ুরেখা ছুটে না আর জীবনের সুখের আশায়
হৃদয়ের সব সাধ মৃতপ্রায় স্থবির, যেন নির্বিকার ,
নির্মম নিশি নিয়ে আসে শুধু নিদাঘের হাহাকার
ফুল আর ফুটবে না ,আয়ুরেখা নিশ্চিন্তে ঘুমায় ।


অথচ বর্ষা ছিল , জীবনে বহুদিন ফুটেছিল ফুল
আয়ুরেখা ছুটেছিল  বন্ধুর পথে পথে রোজ ,
জীবনে এসেছিল সব সুখ ,পেয়েছিল বাসনার খোঁজ
এখন শুধুই ক্লান্তি ,সর্বত্র সজাগ এক অভীপ্সার  ভুল ।


**********************************