প্রকৃতিকে চিনেছি আমি অন্ধকারে হয়েছি নির্বাক ,
দেখেছি তার আগুনে পুড়ে গেছে কয়েকটি শালিক
সূর্যের বিয়ের দিনেও সে ছিল একাকিনী হয়ে আনমনা
অকস্মাৎ করেছে বিস্তার নিষ্ঠুর ছলনা ।
সুন্দরী সে ,মানুষ ভেবেছে চিরকাল করে  যাবে ক্ষমা
অত্যাচারে জর্জরিতা  প্রকৃতির হৃদয়ের মাঝে
বহুকাল ধরে রোষবহ্নি হয়ে আছে জমা ।
তার নিষ্ঠুর ছলনায় উড়ে যায় গ্রীষ্ম বর্ষা শীত ,
বোঝাতে সে পারে এক লহমায়
প্রেম প্রীতি ব্যথা হয়ে কবে যেন হয়েছে অতীত ।
আমারে  বিপথে এনে সুন্দরী হয়েছে দুর্বার ,
দেখিয়েছে বিলোল নয়নে তার খেলা করে চপলার
ধ্বংসের আভাস  অন্য কিছু নয় ;
তার ছলনা তবু বোঝেনি আজো মানব হৃদয় ।


এখন বুঝেছি আমি থাকে না হিংসার কিছু
ভস্ম-রাশি রেখে দিয়ে যায় যদি ধ্বংস হয়ে যাক ,
প্রকৃতিকে চিনেছি আমি অন্ধকারে হয়েছি নির্বাক ।


***********************************