হে কবি ,তোমার রূপসী বাংলা বড় ম্রিয়মাণ রক্তের আভায়
ধানসিঁড়ি নদীটির তীরে একা বসে কাঁদছে রূপসী ,
আম জাম কাঁঠালের হিজলের ডালে বসে ভাবছে দোয়েল
নিষাদের তীক্ষ্ণ বান কখন পড়বে এসে বাংলার সবুজ ডাঙ্গায় ।


এখন সন্ধ্যা নামে বাংলায় মান্ধাতা প্যাঁচার পদতলে
কেশবতী কন্যা আজ আকাশে মেলেনি ধরে অনুপম রূপ ,
আজ শুধু ছিঁড়ে ফেলে গাঙচিল শালিকের প্রাণ
বাংলা যেন ধর্ষিতার কান্নায় কাঁদে শুধু কাঁদে প্রতি পলে ।


খরস্রোতা নদী বড় আঘাতের বুকে রুদ্ররূপে দেখায় নিজেকে
নরম জলের গন্ধে সে তীরটিরে মাখে-নিতো আর ,
পাড়াগাঁর মেয়েটির হাতের ছোঁয়ায় মুখরিত হয়নি ক্রেংকার
নীল শ্যামল জলেও হাঁসগুলি কেন আজ অশ্রু-রেখা আঁকে ?


দেখে যাও কবি সময় সহজ নয় ,শুধু শব দারুচিনি দ্বীপের ভিতর
ঘাস আজ রক্ত মেখে রক্ত শুধু অন্য কিছু নয় ,
অঘ্রাণের অন্ধকারে কখন  হয়েছে হলুদ মানব হৃদয়
এখন রোদের ঘ্রাণে মরে যায় শঙ্খচিল বাংলার বুকের উপর ।


***************************************