তুমি নেই আমি নেই তবু সেই স্থান আছে
যেখানে তোমার আমার প্রেমে লুকোচুরি খেলেছে হৃদয়
সময় চলিয়া গেছে স্মৃতি সৌরভের হয়নি বিলয় ।
মূর্খ আকাশের মতো তোমার সর্বাঙ্গে সেদিন
নেমেছিল যৌবনের অদৃশ্য প্রাকার ,
আমিও ভাঙ্গিনি তাকে রেখেছি অক্ষত বুকের ভিতরে
দেখেছি বৈশাখের এলোমেলো ঝড়ে ভেঙ্গেছে মনের দুয়ার ।
প্রেম কী এমন হয় ?ঢাকা থাকে অদৃশ্য প্রাকারে ?
রোদসীও কেঁপে ওঠে মূক বেদনার মতো হৃদয় কন্দরে ।
তুমি চাও আমি চাই দুজনেই দুজনাকে তবু এক অদৃশ্য প্রাকার
মনে তার রেখে যায় ছায়া ; হয়নি কখনো তার ক্ষয়
তুমিও জেনেছ সুরভি প্রেমকেও একদিন নিঃসঙ্গ পথিকের মতো
একা একা সব ছেড়ে পথে যেতে হয় ।


জানি আমি ,অদৃশ্য প্রাকারে আজো ভোরের শিশির
সর্বত্র সজাগ এক হতাশ্বাস ,প্রেম তবু উচ্চে রাখে শির ।


***************************************