থাকবে না যদি ,চলে যাবে যদি ,কেন তবে মিছে
                     করছ ভয় ;
ভালোবেসে যাও , সব সুখ ভুলে ,এইখানে করো
                     দুঃখ জয়  ।
অহংকার মুছে ,বুকে টেনে নাও ,পীড়িতের করো
                   সেবা ও দান ;
লোভ হিংসা ভুলে ,বলি দিতে শেখ ,মানবের হিতে
                   তোমার প্রাণ ।
থাকবে না যদি ,চলে যাবে যদি ,কেন তবে মনে
                   মায়ার ছাপ ;
মুখে হাসি নিয়ে , ভালোবাসা দাও ,করো নাকো কভু
                   মনস্তাপ।
এ জীবন দেখো ,বড় ক্ষণস্থায়ী ,হতে পারে সব
                   নিমেষে লয় ;
অল্পে তুষ্ট হয়ে , ভালোবাসা দিলে ,সুখী হয় তারা
                   অমর হয় ।


*********************************