শুধু একটি রাতের জন্য আমি ঝড়ের বুক চিরে
দেখতে চেয়েছি বাদল ধোয়া মেঘের হাসি মুখ ,
শুধু একটি রাতের জন্য আমি বার্ধক্যের হৃৎপিণ্ড
ছিঁড়েও সুখ আনতে চেয়েছি , সুখ ।
কতবার মরে গেছি আমি কুমারীর হাতের পরশে
যে রাতে দেখেছি আকাশের অবাক শুকতারা
মেলে ধরেছিল সেদিনের যৌবনের দাবী ,
শুধু একটি রাতের জন্য আমি পৃথিবীতে
বাতাস ঠেলে মৃগনাভি আনতে চেয়েছি ,মৃগনাভি ।


সেই রাতে একা যে মিষ্টি মেয়েটি ছিল দাঁড়িয়ে
হাস্যোজ্জ্বল মুখে  সে কী আমার সুরভি ?
শুধু একটি রাতের জন্য আমি ঝড়ের বুক চিরে
সেই মিষ্টি মেয়ের মুখ খুঁজেছি ,মুখ ।
কতবার কতভাবে মরে গেছি আমি উষসী আকাশে
পেয়েছি দেহের ঘ্রাণ ,কিংবা শুধু দুখ ,
শুধু একটি রাতের জন্য আমি ঝড়ের বুক চিরে
সুখ পেতে  চেয়েছি , সুখ ।


*********************************