দুঃখেরে ডরি না আমি
দুঃখে কেন কাঁদিছে সংসার ?
বেদনার কশাঘাতে জর্জরিত হৃদয় আমার ।
তবু বেদনার কশাঘাতে হৃদয়ে ফুল ফোটে যদি
হে ঈশ্বর ,শত বেদনা দাও সর্বদা আমারে ,
শক্তিটুকু দিও সহিবারে ।
পৃথিবীতে সুখে মগ্ন যারা
বেদনার বুকে ফুল ফোটা দেখেছে কী তারা ?
দাও তুমি প্রতি মুহূর্তে বেদনা ও শোক
আমার হৃদয়ে জ্বেলে দাও উজ্জ্বল আলোক ;
বেদনার কশাঘাতে হয়ে যাবো মাটির মানুষ ।


হে ঈশ্বর ,জেনেছো তুমি কি অমেয় পিপাসা আমার
বেদনার তরে ,
কেন তুমি রেখেছো ডুবিয়ে মায়ার সাগরে ?
অর্থের প্রাচুর্য দিয়ে আত্মাকে আমার
চাপা দিয়ে রেখো নাকো আর ,
শুধু বেদনাকে চায় যে হৃদয় আমার ।
জীবন আমার করো নির্মল হে প্রভু ,
জানি আমি সুন্দরের ধ্যান
বেদনার কশাঘাতে ভাঙ্গিবে না কভু ।
আর কিছু চাই না ধরায়
যেন প্রেমের  ধারায়
মানুষকে ভিজিয়ে দিয়ে চলে যেতে পারি ,
বেদনার শান্তি সুধা দাও তুমি পাত্র শুধু ভরি ।


*********************************