চারপাশে আজ অনেক মানুষ
চোখ থাকতেও সবাই অন্ধ ,
সমাজ আজো মারছে মানুষ
বাতাসে আজ বারুদ গন্ধ ।


সবাই আছে কেউই নেই
তাই অনাচার হচ্ছে রোজ ,
নিজের হৃদয় নিজেই কেটে
মানুষ করে কিসের খোঁজ ?


পাচ্ছে খোঁচা পিছন থেকে
তাই কী মানুষ ভুলছে পথ ?
অসংযমীর বাড়ছে দাপট
চালায় তারা বিজয় রথ ।


সবাই আছে কেউই নেই
ভুলেছে পথ হয়েছে অন্ধ ,
মানুষ তোর হৃদয় থেকে
উঠছে আজ আমিষ গন্ধ ।


বইছে বাতাস এলোমেলো
নীতি ধর্ম শুধুই মন্দ ,
সমুদ্র তোর বক্ষ থেকে
আসছে কী তাই বারুদ গন্ধ ?


সত্যের পথ ভুলছে সবাই
সত্যনিষ্ঠায় কিসের ধন্দ ?
দেখছে মানুষ চারপাশে  লাশ
বাতাসে আজ বারুদ গন্ধ ।


********************