কিছুক্ষণ ভালোবাসা সুখ আর আলো দূরে রেখে
তুমি আমাকে নদীর বুকে ভাসতে দাও সুরভি আমার
ভাসমান শেওলার মতো ।
সংসারের বুকে সুখস্বপ্নের অসীম নিরালায়
জানি আমি ভাঙ্গাচোরা দিনগুলি যায় ,
এরপরে দূর থেকে শুনে কলস্বর
দেখতে চাই সত্যের সবিতা ।
কিছুক্ষণ দূরে রেখে আমার কবিতা
দেখে যাবো অন্ধকারে রজঃস্বলা রমণীর দুখ ,
ভাবতে দাও পৃথিবীর বক্ষ-মাঝে যত আছে সুখ
সব যেন মরীচিকার নিষ্ঠুর ছলনা ,
হৃদয়ের দ্বার ছেড়ে দূরে যাও মেয়ে
ততক্ষণ হৃদয়ে এসো না ।


ভাবতে দাও সুন্দরের ধ্যানে
কেমন আলোক শিখা দেখা দেয় জীবনে আমার ,
অন্ধকারে দুঃখগুলি চিনে
হয়তো বা হয়ে যাবো অজর অমর ,
ততক্ষণ দূরে থেকে ভাবতে দাও এ দেহ নশ্বর ।
উত্তরণ দেখে বুঝে নেবে তুমি
পৃথিবীও রমণীর মতো রজঃস্বলা হলে ব্যথা পায়,
তুমিও সেদিন মিশে যাবে সুন্দরের আলোক শিখায় ।


**********************************