দু মুঠো ধুলো হাতে নিয়ে
দাঁড়িয়েছি নিরীহ মানুষের মাঝে
মিশে গেছি শহীদের শবে ।
এ দেশের মানুষ জাগবে যে কবে
এখনো জানি না ,
সাধারণ মানুষ মরে সৈনিক মরে
দেশনেতা সহজে মরে না ।
মন কাঁপানো ভাষণের তোড়ে
মরে যায় নিরীহ মানুষ ,
তাদের চিত্ত-গহনে যারা উড়ায় ফানুস
তারা  কখনো মরে না।
অনেক দেখেছি আমি নীলাকাশ উঁচুভূমি বড় দেশনেতা
জলাভূমি মাটির মানুষই জন্ম দেয় জীবনের সুন্দর কবিতা ।
তারাই মানুষ ,
গেয়ে যাবো আমি সেইসব মাটির মানুষের গান
চলে যাবো ধরা ছেড়ে দেখে যাবো তাদের উত্থান ।
দু মুঠো ধুলো হাতে শুধু
তাই নেই ভয় ,
তোমার জরায়ু খুলে দাও মাগো
সেখানেই ঘুমবো নিশ্চয় ।


**************************************