এতদিন পৃথিবীতে যা করেছি সব শূন্য
মানুষের হৃদয় গভীরে পারিনি যেতে
পারিনি চোখের জল মোছাতে দুহাতে ।
কিছু ছেঁড়া বই খাতা পরিত্যক্ত বিষণ্ণ পেনের মাঝে
আমি বড়ো একা আজ ।
অমেয় আকাঙ্ক্ষার ভারে মরে গেছি কতবার
আসেনি কানে মানুষের করুণ চিৎকার ,
মনের গহনে জমা শুধু অতলান্ত গভীর শীৎকার ।


ফেলে আসা জীবনের পথ বেয়ে চোখে জল আসে
ন্যুব্জতায় নামে অন্ধকার ।
দেখেছি আস্তীর্ণ মাঠে নেমেছে বিশীর্ণ মেঘ
জীবনকে ঢেকে দেবে বলে
ধীর পায়ে অন্ধকার নামে ন্যুব্জতার মতো
জীবনকে হারানোর বাকি নেই আর ,
আমার আমিত্ব মাঝে ন্যুব্জতায় নামে অন্ধকার ।


************************************