পাখিরে দিয়েছ গান তাই পাখি গেয়ে যায় গান
আমারে দিয়েছ মন সেই মন কেন আজ ধুলায় লুটায় ?
ফুলের মতোই তুমি করো এই মন
যেন শিশুর মতোই সকলকে ভালোবেসে যেতে পারি ,
ধরা মাঝে ফলে আছে যে সকল ভয়
যেন তুচ্ছ করে যেতে পারে আমার হৃদয় ।
শিশু হয়ে দিয়ে যেতে চাই মানুষের কানে
শিশুত্বের ভাষা ,
বিত্ত যেন হয় ধুলো বালি আর মনে নেই কোন আশা ।
ছোট শিশুর মতো সকলের কোলে যাবো
মানুষের মনে আমি জলাভূমি খুঁজে পাবো ,
পাখির মতোই  গেয়ে যাবো গান
অর্থ কীর্তি সচ্ছলতা নয় ,যেন পরিচয় রেখে যেতে পারি
ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি আমি এক মানব সন্তান ।


আর মনে নেই কোন আশা
ধূলি মেখে শিশু হবো ,মানুষের কানে দিয়ে যাবো
পাখির মতোই সুমধুর গান শিশুত্বের ভাষা  ।


*************************************