কৃষক শ্রমিক কাঁদে চিরকাল  ইতিহাস কথা বলে
শোষিত মানুষ মরে যায় আজো শোষকের পদতলে ।
শাসন চলছে যাদের শোণিতে ,বলীয়ান আজো হয়
ধুলায় ধূসর সেই মানুষেরা রয়েছে হৃদয়ে  ভয় ।
পৃথিবী হয়েছে সুজলা সুফলা যাদের ত্যাগ ও বলে
তারা চিরকাল পিছনে রয়েছে মেদিনীর ভূমিতলে ।
আমিতো অবাক ,জননীতি চলে শোষকের ইঙ্গিতে
তাদের দাপটে মাটির মানুষ নির্ঘুম আজো রাতে ।
যেদিন ভেঙ্গেছে শাসনের দাঁত শোষিতের পদাঘাতে
মরেছে শোষক সব ফেলে দিয়ে দুঃখের অভিঘাতে ।
তারা  কাজ করে শোনা যায় তাই  চারদিকে রণভেরী
ফুলমালা কবে হবে জননীতি অমৃতের টিকা পরি ?


সিক্ত হয়েছে ধরাতল আজো যাদের শোণিতে রোজ
জননীতি কবে দেবে সব সুখ পেয়ে হৃদয়ের খোঁজ ?
আমি সেই কবি  গেয়ে যাবো শুধু  পীড়িতের জয়গান
শোষিত মানুষ ফিরে ঠিক পাবে মানুষের সম্মান ।


*************************************