যৌবনের দাবি সব তূন শূন্য করে
মৃত্যু এসে সব আশা শূন্য করে
শূন্য তূন পড়ে থাকে সংসার সাগরে ,
সময় সহজ আজ নয়
তবু মানুষকে মায়ামৃগ দেখে ছুটে যেতে হয় ,
বার বার শূন্য তূনে ঢাকা হয় মানুষের গভীর হৃদয় ।


সংসার শূন্য দেখে চোখে আসে জল
মানুষ বুঝতে পারে শূন্যতায় বাসনা নিষ্ফল
নিবিড় সুখেও মায়ামৃগ বারবার করে যায় ছল ,
মনে হয় ধরার জীবন  
দুঃস্বপ্নের অন্ধকারে মানুষের নিবিড় মরণ ।


তবু সকলের পথ হাঁটা চলে সংসারের আস্তীর্ণ ভূমিতে রোজ
অকস্মাৎ কেউ পরশ পাথর সম শূন্য তূনের পায় খোঁজ ।


************************************