কুয়াশায় ঢেকেছে পৃথিবী
অমেয় রাতের গর্ভে নরনারী যত
মিশে আছে সেই কুয়াশায় ,
তারাও বোঝে না কেন অমানবিকতা
ঘিরে আছে কুয়াশার মতো ।
মলিন চীরের মতো মনুষ্য নামক প্রাণী শতচ্ছিন্ন হয়ে গেছে
কুয়াশায় পড়ে আছে হৃদয়ের ক্ষত ।
আমিতো কুয়াশা দেখিনা ,দেখি শুধু রৌদ্রের পৃথিবী
ঝলমলে সে পৃথিবী শুয়ে আর নেই বেদনায়
আশা দিয়ে সে যেন বিষণ্ণতা পায়ে দলে যায় ।
মানবিক-বোধগুলি আচ্ছন্ন আজ কুয়াশার মতো
তবু তা শেষ কথা নয়,
অসংখ্য স্বপ্ন নিয়ে খুলে দেবে মানুষেরা নরম হৃদয় ।
কুয়াশায় ঢেকেছে পৃথিবী মানবিক-বোধ যত
হৃদয় কন্দরে ঘুমায়,
তবু আশা নিয়ে মানুষেরা জেগে ওঠে বুঝে নেবে
কুয়াশার বুকে ভাঙ্গাচোরা কেন দিন যায় ।


************************************