বিদ্যাসাগর অনেক কষ্ট করে পড়েছিলেন
গ্রামের প্যালারাম অনেক কষ্ট করেও লেখা পড়া শিখতে পারলো না ,
আর আমি ?অনেক কষ্ট করে মাস্টার হয়েছি
বাচ্চাগুলোকে সাত বারের ও বারো মাসের নাম লিখতে শিখিয়েছি ।
কী করেছি আমি ? শুধু বার বার আমি মরে গেছি ।
লেখাপড়া না করেও প্যালারাম শিক্ষিত ,আর আমি ?
অশিক্ষিত ,আমিতো মানুষের হৃদয়ের পাইনি আজো খোঁজ
প্যালারাম পেয়েছে সন্ধান ভালোবাসায় আছে মহাভোজ ।


আমি দেখি গাড়ী বাড়ি টাকা,
প্যালারাম দেখেছে সর্বত্র ঘুমায় ভিখারি
জীবনের ঢালু পথে গড়ায়নি চাকা ।
মানুষের হৃদয় কন্দর ,
কখনো পাইনি খুঁজে দেখেছি ভোগে শুধু
জীবনের গতি মন্থর ।
তবু সকলেই বলে প্যালারাম মুখ্যু আমি শিক্ষিত ,
কেন বলে ?যারা বলে তারা মূত্র বিষ্ঠায় ডুবে থেকে ভাবে
এই বেশ ভালো আছি ।
আর আমি ?কী করেছি আমি ?
শুধু বার বার আমি মরে গেছি ।
**************************************