সকলের গাল দুটো যে মাখনের মতো হবে
এ কথা কে বলেছে ?
সকলে যে মাটি থেকে বিশ ফুট উঁচুতে শুয়ে থাকবে
কে কবে শুনেছে ?
আসলে তা নয় ,অনেকেই ঝরা পাতার মতো
মাটিতে থাকে পড়ে ,
তাদের রুক্ষ চুল বাতাসে শুধু নড়ে ।
কেউ থাকে মাটির সঙ্গে মিশে
তাতে  কার কী যায় আসে ?
আপন কোলে ঝোল টানে যারা এই চরাচরে
তারা ভাবে বেশ ভালো আছি মাটির উপরে ।
সকলেই খেতে পাবে দু বেলা পেট ভরে মাছ ভাত
তা কী হয় ?
কেউ কেউ আবর্জনার মতো মাটিতে মিশে রয় ।
ঝরা পাতাগুলি ভাবে উপরে কত আলো
অন্তত: একবার জীবনে আকাশ হওয়া ভালো ।


***********************************