মানুষকে ভালোবাসি আমি তাই এতো মায়ার বন্ধন
ঈশ্বর আমাকে আমাকে তুমি ভালোবাসা থেকে ছিন্ন করে দিও না মরণ ।
মোক্ষ মুক্তি আমিতো জানি না ,
ভালোবাসায় বন্ধন যদি থাকে মেনে নেব হাসিমুখে
মানুষকে দূরে রেখে মুক্তি আমি কখনো মানি না ।
অজস্র দুঃখের মাঝে মানুষেরা বাঁধে খেলা ঘর
ভালোবাসা সজীব সেখানে মায়া সব বাসনা নির্ভর ।
এমন অনেক প্রেম আসে পৃথিবীতে গোধূলি বেলায়
অনেক অনেক মায়া তাই জীবনের সংসার খেলায় ।
ভালোবেসে স্থবিরত্ব মাথা পেতে নেব আমি
মরে যেতে চাই শুধু শোকাশ্রু বন্ধনে ,


ভালোবেসে মুক্তি যদি নাহি আসে
জীবনের অমোঘ সকালে
সেও ভালো ;তবু বন্ধনের মাঝে থেকে রোধ করে যাবো আমি
অভাগীদের ভ্রূণ হত্যা রক্তাপ্লুত স্নেহের অঞ্চলে ।
***************************************