পৃথিবীতে কত দুঃখ ফলে আছে এখনো জানি না
বার বার মরে গেছি মানুষের বিষণ্ণ ছায়ায় বিরলে ,
দুঃখের মতোই দেখি কপট ছলনাগুলি ডুবেছে সলিলে ।
অনন্ত দুঃখের মাঝে ডুবে যাওয়ার প্রাক্কালে
কানে আসে সুহৃদের  ফিসফাস কপট ছলনা,
সুবীর তুই এখানে ?কলকাতা কবে এসেছিস ?তোর আবার দুঃখ কী ?
কেউ আবার ভাবে এড়িয়ে গেলেই মুক্তির মাঠ ।
মানুষের কত দুঃখ ফলে আছে
তা নিয়ে কেউই ভাবে না ।
আমার সর্বাঙ্গে শুধু মানুষের রক্ত লেগে আছে
মরে গেছি বার বার আশাহত বেদনার কাছে ।
জানি না দুঃখের শেষ কোথায়
কোথায় হয়েছে তার শুরু ,
আজও বেদনার ঘ্রাণ নিয়ে প্রস্তর বালিশে শুয়ে আছি
পত্র পুষ্পহীন আমি বজ্রাহত তরু ।


**************************************