প্রেমের স্পর্শে আজও ফুল ফোটে
থামে নাহি ধরার ঘূর্ণন ,
নিশি দিন কর্মের জগতে ঘুরছে মানুষ
সতেজ সবুজ আছে মন ।
পাহাড় পর্বতের অসীম স্থিরতা
নদ নদী পাখি ফুল ফল ,
প্রেমের উত্তাপ মেখে কথা কয়
জীবনে ফোটায় শতদল ।


হেমন্তের কুয়াশার মতো প্রেম নামে
পৃথিবীতে রৌদ্রের মতন ,
অনেক নরম জলে শিশিরে ও ঘাসে
ভিজে গেছে দারিদ্র এখন ।
ঐ যে কুষ্ঠরোগী বসে থাকে
ভিক্ষাপাত্র হাতে নিয়ে রোজ ,
ঢেঁকি-ছাঁটা চালে প্রেম খুঁজে মরে
পেতে চায় উত্তাল হৃদয়ের খোঁজ ।


স্পর্শ তার লোকালয়ে শস্যক্ষেত্রে কিংবা সাগরে
স্বপ্নের মতই প্রতিভাত হয় বন উপবন ,
আমিও ভুলিনি আজও বেদনার অভিঘাতে
যুবতী চাঁদের আলো আঁধারের স্তন ।


************************************