এখন বুঝেছি আমি শব্দ সব নিষ্প্রাণ নয়
হৃদয়ের মাঝে তারা বাসা বেঁধে রয় ।
পুরানো প্রেমপত্র ছিঁড়ে দিলে যে শব্দ হয়
সেই শব্দগুলি স্তব্ধ হয় বুকের ভিতরে ।
বহু স্মৃতি জেগে ওঠে প্রেমপত্র ছেঁড়ার প্রাক্কালে
স্বপ্নগুলি চুমুগুলি কথা কয় হৃদয়ে আমার
আমাকে ঘুম থেকে জাগায় বার বার ।


মানব মনের  এমন অনেক শব্দ শুনি গোধূলি বেলায় সঙ্গোপনে
তারা সব মৃত্যুর কথা বলে
চমকে উঠে ভাবতে থাকি ফেলে আসা জীবনের কথা ,
মনে হয় শব্দগুলি  দিশাহারা হয়ে
হৃদয় গভীরে তারা থাকে ,
কখনো বা অশ্রু-রেখা আঁকে ।


***************************************