আমিই কেবল হৃদয় খুঁজি না পাষাণেরে ভালোবাসি
গভীর খরায় ফসল মরেছে তবুও হাসছে চাষি ।


নেইতো জিগীষা নিষ্ফল তৃষা যদিও  হৃদয় জুড়ে
তবু ছুটে যাই আগুনের আঁচে যাদের হৃদয় পুড়ে ।


আমিই মরেছি তথাপি এখনো হৃদয়ে রয়েছে আশা
হৃদয়হীনতার অসুখ যাদের দিতে পারি ভালোবাসা ।


কে আর জানবে ? জানবে না কেউ কতভাবে পুড়ে গেছি
অরুণ তবুও উদিত হৃদয়ে মানুষেরই কাছে আছি ।


এখনো তমসা ঢাকেনি হৃদয় জানে না হৃদয় ছল
দিতে ভালোবাসা ছুটে যাই আমি পাথরেও মনোবল ।


আমিই কী একাই বয়ে নিয়ে যাবো বিষের পাত্র শুধু ?
ধিক্কার পেয়ে নিন্দাও পেয়ে ঢেলে দিতে মুখে মধু ?


যাদের হৃদয়ে ফোটেনি এখনো শতদল নানা রূপেতে
পাষাণ গলবে ফসলও ফলবে  আমি আছি সেই আশাতে ।


**************************************