বসন্তের পুষ্পিত হৃদয়
বৈশাখের খরতাপে একদিন পুড়ে যায়
ঝরা পাতার মতো মাটিতে লুটায় ।
সুখস্বপ্ন আলেয়া সবই ,মানুষের কিছু মতিভ্রম
এই সব দিবস রজনী
বৈশাখের রোষানলে পুড়ে যায় সুন্দর যামিনী ।
তবু মানুষের খেলাঘরের পিপাসা
মরীচিকার পিছনে ছুটে মরে
জল আছে ভেবে ।
একদিন সব পুড়ে ,পড়ে থাকে গৃহস্থালি সান্ত্বনার নীড় ,
তবুও সংসার সান্ত্বনার আশ্রয়স্থল ভেবে
পাগলের শুধু আজ ভিড় ।


জানি আমি ,মানুষের স্বপ্নগুলি অন্ধকারে হয় যে বিলীন
বৈশাখের রোদ্দুর খায় জীবনের সুদিন দুর্দিন ।


************************************