দেখেও দেখে না কেউ
পৃথিবীর বুকে বিন্দু বিন্দু অশ্রুকণার মতো
ঝরে পড়া সঞ্চয়ের ভারে সব হয়েছে আহত ।
দিনগুলি রাত্রিগুলি একে একে হয়ে গেলে গত
পড়ে থাকে শুধু শবাধার ।
সময় হয়নি যাবার
তবু কত কষ্টের সঞ্চিত ধন ফেলে যেতে হয় ।
মহাকাল প্রসারে বাহু নিয়ে যেতে সব ,
এখনো কেবলই দেখি মানুষের ঘরে  দুদিনের সুখের উৎসব ।
সব ভুলে মানুষেরা মেতে আছে গানে
সেই সব ক্ষণিক স্বপ্ন মিশে যায় একদিন
শুধু থাকে শ্মশান এখানে ।


মানুষ মরে না তবু বৈরাগ্যের জ্বরে
যত্নে রাখা শাড়ির মতো সঞ্চয়ের ভার
ফেলে রেখে যেতে হয় ,হয়ে পড়ে সবই অসার ।
মুছে যায় স্বপ্ন রঙ্গিন
ভাদ্রের রৌদ্রের মতো মৃত্যু এসে খেয়ে যায়
সযত্নে রক্ষিত শাড়ির ভাঁজের ন্যাপথলিন ।


***********************************