জীবন জ্বলছে যদি কেন দেখি নিভন্ত জীবন ?
জীবনের চারপাশে ওতপেতে বসে আছে দানব এখন ।
তন্ময়ের গলার দড়ি জামগাছে ঝুলছে এখনো
নিভন্ত জীবনের ইশারা দিয়েছে ।
সেদিন কী  ভেবেছিল জীবনের কতটুকু গেল ?
আমাকে দেখেই তন্ময় লজ্জা পেল
এই জামগাছেই সে গলায় ফাঁসি নিয়ে মরতে এসেছিল ।


এখনো কলহরত অগণিত দম্পতির মাঝে
জীবন হারিয়ে যেতে চায় ,
বার বার গরলের পেয়ালা শুষে
সে জীবন নিভে নিভে যায় ।
আসলে মৃত্যুর আগে কান পেতে শোনেনি কেউ
কেমন শোনায় তার পদধ্বনি ,
দাম্পত্য জীবন শুধু সুখ পেতে চায়
কখনো গম্ভীর মেঘে গর্জন শোনেনি ।


*************************************