সকলেই চলে যায় পড়ে থাকে ব্যথা সব ঘাসে
অনেক যুগের পরেও কেন তারা ফিরে ফিরে আসে ?
বড় বড় চোখ মেলে হরিণীর মতো তারা চেয়ে থাকে সুনীল আকাশে ।


কেউই রাখে না খোঁজ ব্যথাগুলি কেন থেকে যায়
ফড়িংয়ের মতো তারা ডানা মেলে উড়ে যেতে চায় ,
সবুজ ঘাসের দেশে মানুষেরা একদিন ব্যথা খুঁজে নিজেকেই পায় ।


এই সব ব্যথার ম্লানিমায় যুগে যুগে মানুষেরা হয়েছে নীরব
তার মূক কটিদেশে জড়িয়ে রয়েছে কত শত প্রেমিকার শব
তবুও মানুষের ঘরে ঘরে আজো দেখি ক্ষণকাল সুখের উৎসব ।


ধান কাটা হয়ে গেলে শূন্য মাঠের মতো ব্যথা ভারে নড়ে ওঠে  নরম হৃদয়
প্রতি যুগে তারা মানুষের হৃদয় গভীরে ছাপ ফেলে, বাসা বেঁধে রয় ,
জানি আমি ,সময়ের দ্বার প্রান্তে মানুষকে একদিন নষ্টনীড় ফেলে যেতে হয় ।


****************************************