যেদিন শালিক পাখিটি জেনে যাবে
ভালোবেসে মানুষের চোখে আসে জল ,
পৃথিবীও দেখবে সেদিন
এতদিনে  ফুটে গেছে মানুষের হৃদয় কমল ।
এখনো তিমিরে ঢাকা হৃদয়ের সে বীণার সুর
পৃথিবীর বুকে তাই মাংসাশী শুধুই অসুর
ওতপেতে বসে আছে ,শুনতে তারা পায়
জেনে গেছে হৃদয়ের তলদেশে শুধু রিরংসার শব্দ শোনা যায় ।
কান্নার শব্দগুলি কোথায় থাকে মানুষ জানেনি
ঐ যে পাগল বীরু কাঁদে রোজ ধর্ষিতা মেয়েকে হারিয়ে
সেই কান্না শালিক পাখিটি ছাড়া কেউই শোনেনি ।


মানুষ জেনে যাবে আলোকের নেশায় একদিন
ভালোবেসে কান্নার শব্দ শোনা যায় ,
তখন পৃথিবীর বুকে সব দুঃখ ফুল হয়ে ফুটে যাবে
জানবে সবাই সাগরের ঊর্মিমালা অশ্রু-রূপে হৃদয়ে ঘুমায় ।
কতটুকু দিতে পারে সুখ মানুষের পার্থিব সম্বল ?
কান্নার শব্দের মতো পারে কি সাজাতে দিয়ে প্রেমের কাজল ?


**************************************