তোমাকে
আমি দেখিয়েছিলাম একদিন ,
জীবনের চিল ওড়া নিস্তব্ধ আকাশ
বলেছিলাম দেখো ,দিকে দিকে ভালোবাসার পড়ে দীর্ঘশ্বাস ।
শিখিয়েছি কিভাবে আগুনে রাখতে হয় হাত
গোধূলির অস্পষ্ট আলোকে ;
বহুদূরে জনশূন্য প্রান্তরের বুকে
তুমি ছিলে একা ।


তারপর
দেখিয়েছি সঙ্গোপনে ভালোবাসা আগুনের মতো ,
সেখানে অনেক উত্তাপ
হতে যদি পারো নিষ্পাপ
সহজেই দিতে পারো আগুনের বুকে দুটি হাত ।
তুমি বলেছিলে
সে কেমন ভালোবাসা আগুনের বুকে খেলা করে ?
সমস্ত সকাল ধরে
দেখিয়েছি আগুনের উত্তাপ যত
সে উত্তাপ ভালোবাসায় রয়েছে সতত ।
হাত দিলে হয়ে যাবে  তুমিও আহত
তবু তাকে বুকে ধরো আগুনের মতো ।


*********************************