নারী ,তুমি বিস্ফারিত চোখে গ্রামগুলি কখনো দেখনি ,
এইসব গ্রামের পথে পথে
আশা আর নিরাশা যত বসে আছে
তারা সব আমার মনের মাঝে পুড়ে গেছে রোজ ।
তুমি দেখেছো কী
মৃতবৎসার করুন ক্রন্দন ?
বন্দুকের গুলির দিকে চেয়ে থাকা বিমর্ষ পাখির মতো স্তন ?
জানি আমি , কখনো তোমার চোখেও পড়েনি  ।


জীবনের ভয়াবহ দৃশ্যগুলি
কেন শুধু আমার মনেই জন্ম লয় ?
সেইসব মৃত্যুর আঁধার ?
তোমাকে দেখাবো আমি জীবন সেখানে
বোঝা হয়ে আছে ,
তবু তারা ধন মান চেয়ে হাসতে ভুলেনি ।
তুমি শুধু আলোকের নেশা ছেড়ে একবার দেখো
গ্রামগুলি দুঃখ বুকে নিয়ে
হাসি আর গানে ডুবে আছে ,
ধীরে ধীরে আলোকের দিকে উড়েও চলেছে ।


****************************************