এখনো আমি অন্ধ হয়েই অন্ধ কারায় আলোক মাগি
চলেছি ছুটে দিগ্বিদিকে মনে আমার আলোর তৃষা ,
সাঁঝের দীপে তেলও নেই আঁধার ঘরে একাই জাগি
তবু আমার বুকের মাঝে জাগছে শুধু আলোর নেশা ।


এত মানুষ অন্ধ কেন ?ডুবছে কেন সাগর জলে ?
জীবনটুকু ভোগের মাঝে রেখেই তারা আজ ঘুমায় ,
দেখছে কী কেউ অন্ধকারে কোথায় আজো মাণিক জ্বলে ?
কেউ দেখে না ,তাই সকলে খেলছে পাশা নির্দ্বিধায় ।


এমন যদি আসতো কেউ রাখতো বুকে প্রেমের হাত
অন্ধ অনেক দেখত আলো উঠত নাতো  নাভিশ্বাস ,
দেখত তারা অন্ধকারেও করছে খেলা এক প্রভাত
আলোর তৃষা মিটেই যেত করতো না কেউ হা-হুতাশ ।


আমিও বাঁধা মায়ার ডোরে বুকের মাঝে শুধুই ভয়
দেখবো তবু ধরার বুকে মানব জীবন আলোকময় ।


**************************************