আমার কষ্ট দেখে
কান্নাও অশ্রু তার করেছে গোপন ।
কান্নাকে বলেছি নিভৃতে
যত খুশি হাহাকার করো
শুধু জলটুকু গোপন রেখো চোখে ;
বেদনায় চোখ থেকে এতো জল পড়ে যদি পৃথিবীর বুকে
শোকের সাগর হবে জেনেছ কী তুমি ?
সেই জলে ভেসে যাবে সাহারার মূক মরুভূমি ।


কান্নাকে বলেছি নিভৃতে
দুর্বিনীত শোক-সিন্ধু হলে অশ্রুকণা
পৃথিবীতে কেউ আর দেখবে না
অন্ধকার আকাশের বুকে শুকতারা আলো দেয় কিনা ।
তুমি শুধু জলটুকু গোপন রেখো চোখে ,
এই জল মনোবল
অসুখের মাঝে মানুষের সুখ
বেদনাকে ভুলে আজো মানুষেরা জীবনের গানগুলি শুনে ,
অশ্রুহীন চোখে তারা আলোকের রশ্মিগুলি গুনে ।


***************************************