বস্তু-বিশ্ব আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে শুধু
পরিতৃপ্তির পথ সে কখনো কী দেখায় মানবে ?
পৃথিবীকে বলেছি দিও না আমারে কিছু
প্রাচুর্যের আবরণে ঢাকা রাখো
ভোগের সম্ভার তোমার জঠরে ;
চিরকাল মানুষেরা সেই জালে জড়িয়ে শুধু মরে ।


হতে চাই উলঙ্গ মানব
চাই না ভোগের বস্তু আর ,
রিক্ততায় বেঁধেছি আমি ঘর
সেই ঘর মানুষের চোখে বড় অন্ধকার ।
কেন মিছে ঢেলে দাও আকাঙ্ক্ষার সুধা
বাড়িয়ে দিতে মানুষের ক্ষুধা ?
নিঃস্ব থেকে চলে যাবে তোমার সন্তান
রাখবে কী মনে মাগো
উলঙ্গ মানব এক গেয়ে গেছে না পাওয়ার জীবনের গান ?


*************************************