যতদিন বেঁচে আছি পৃথিবীর বুকে
দেখে যাবো মানুষের মনের আকাশে
উজ্জ্বল নক্ষত্রগুলির আলোকের ছটা ।
মোক্ষ মুক্তি কোথায় জানি না
জীবনের অন্ধকার কখনো মানি না
তাই আজো খুঁজে ফিরি মানুষের সুখের অবসর ,
ভুলে থাকি মৃত্যুর করাল মুখ পৃথিবীর গায়ে কেন জ্বর ।


এই যে দুঃখের ক্লান্তি শুয়ে আছে
অমেয় বিস্ময়ের মাঝে চিরকাল
ভাবার কী বড় প্রয়োজন ?
শুধু দেখে যাবো মানুষের সুখের অবসর ,
নিষ্প্রদীপ সন্ধ্যায় শান্তিটুকু খুঁজে নেবো
জীবনের হাসি আর গানের ভিতর ।
আমিও মুক্তির পিপাসা নিয়ে মরে যাই যদি
কে আর নক্ষত্রগুলি গুনে যাবে মানুষের মনের আকাশে ?
কে আর দেখবে সেদিন
দুঃখের বুকেও চিরকাল প্রেম শুধু হাসে ?


**************************************