এখন অহমিকা দাঁত নখ বিস্তার করার আগেই
সরে যেতে পারি ,
অহংকারী মানুষের মুখ দেখলেই চিনে নিতে পারি
কাছে যেতে ভয় হয়
দূর থেকে নমস্কার করি ।
হয়তো তারা বিত্তবান
কিংবা যশ আর পাণ্ডিত্যের ভারে বেপমান ।
সেই সব মানুষ ঘুমায় যেখানে
নিশ্ছিদ্র অতল আঁধার রয়েছে সেখানে ।
অহংকারের দাঁত আর নখের আঁচড়ে
মানবিক-বোধগুলি কাঁদতে দেখেছি
দেখেছি আস্তীর্ণ মাটির বুকে কাঁদছে আকাশ ,
মানুষের ওঠে নাভিশ্বাস ।


মৃত্যুকে চিনেছি বলে
মাটির মানুষের কোলে থাকি নিরবধি
চেয়ে দেখি স্থিতপ্রজ্ঞ মানুষের শান্তির অম্বুধি ।
যারা দেখে না মৃত্যু আসে রোজ
তারাই অহংকারে স্ফীত আজো হয়
আমি দেখি মৃত্যুর অচেনা লোকে অহমিকার হয়েছে বিলয় ।
এখন অহংকারী মানুষের মুখ দেখলেই চিনে নিতে পারি
কাছে যেতে ভয় হয়
দূর থেকে নমস্কার করি ।


*************************************