সুরভি ,তুমি-তো প্রেমের গলায় দেবে বলে
তুলে রেখেছিলে বরণডালার মালাগাছি ,
কেন দিলে দেহ ?
মানুষের এই দেহ অবসাদে ভরে গেছে
আজ তার গভীর অসুখ ,
কতকাল বেদনাকে বুকে নিয়ে প্রেম শুয়ে আছে
সর্বত্র দেখেছে সে আঁধারের মুখ ।
তোমার হৃদয়ে আজ হাহাকার ঢেউ তুলে আসে
মানুষের প্রেমের সময় নেই
তবু আজ দেহের আঁচ পেতে কারা ভালোবাসে ?


তুমি আজ সব দিয়ে
পাষাণ প্রতিমার মতো আমি জানি ,
সুরভি ,তুমি কামনার উত্তাল হৃদয়ে কখনো কী গর্জন শোননি ?
তবে শোন এইখানে বসে
দেহের যা কিছু চাওয়া আলেয়ার রূপ নিয়ে আসে ।


**************************************