হে আকাশ , কথা দাও আমাকে এখনি
আমি চলে গেলে পৃথিবীর বুক থেকে মুছে  গেলে নাম
রেখে দেবে বেদনার আলিঙ্গন
অসীম শূন্যতার দেহে ।
জানি আমি থেমে যায় মানুষের দেহের কোলাহল
বাসনার বেদনায় জমা থাকে যত হলাহল ।
নীরবে সাক্ষী হয়ে থেকে গেছ তুমি চিরকাল ,
কেন নক্ষত্র খসে পড়ে আলোকের স্পর্শ থেকে
এ মাটির বন্ধুর পথে পথে সকালে সন্ধ্যায়
তুমি শুধু জানো ;আলোক দেওয়ার ছিল
দিতে তবু পারেনি সে মিশে গেছে গাঢ় তমিস্রায় ।


হে আকাশ , কথা দাও আমাকে এখনি
নারীর বেদনাগুলি  শূন্যতায় রেখেছ এতকাল ।
আমার বেদনা যত নিতে যদি আসে মহাকাল
দেবে না দেবে না তুমি রেখে দেবে বুকে চিরকাল ।
একমাত্র তুমিই জেনেছ
সে বেদনা বেদনার রোষে
সতত সজাগ থাকে চঞ্চল বাতাসে ।


*************************************