যেখানে রয়েছি আমি
কতকাল ধরে সেই মাটির ভিতরে
কত লাশ শুয়ে আছে পৃথিবীর ক্লান্তির গভীরে ।
তবু দেখি এ মাটির কোমল বিথারে
শস্যের সম্ভার সাজানো রয়েছে থরে থরে ।
কানে কানে একে যেন ডাকে অপরেরে
জীবন মৃত্যুর মতো ।


জানি আমি নিদাঘের শুষ্কতাই শেষ কথা নয়
এ মাটির ভিতরেই জীবন কথা কয় ,
পুনরায় এক একটি মৃত্যুর জন্ম হয় ।
যে মাটিতে রয়েছি আমি
সেখানেই শুয়ে আছে মানুষের কোটি দীর্ঘশ্বাস ,
তবু যেন আকাশের ওপার থেকে কারা আজো বলে
এ মাটিতে শস্যের রূপ নিয়ে প্রেম ফলে যাবে বারোমাস ।


***********************************