সদ্যোজাত শিশুটির কান্নার শব্দ শুনে
দুর্মর আবেগের বুকে কারা জেগে ওঠে ?
কান্নার শব্দ শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে যারা
তারা আজ স্থির হয়ে আছে আঘাতের দেহে বৃক্ষের মতোই
পৃথিবীর বৃক্ষের সমাজে ।
কান্নার মানে পৃথিবী ছাড়া কেউই জানেনি
ক্লান্তির বুকে শুয়ে শিশুটির গর্বিতা জননী
জেনে গেছে বেদনার অসহ্য জ্বলুনি ।
শিশুটি জেনেছে এরপরে কাঁদতে হবে অবিরাম
হয়তো বা মাঝে শুধু ক্ষণকাল রয়েছে বিরতি
শিশুটির কান্নার ঢেউয়ে
পাই আমি সংযমের সোচ্চার প্রস্তুতি ।


*************************************