যদি বলি আমি ভালো নেই
অনেক কম বলা হবে ,
কতদিন আগে মরে গেছি আমি
এখন পাথরের মাঝে পড়ে থেকে দেখি
বিষাক্ত ফণিনীর মতো মাথা  তুলে
মানুষের অহংকার হৃদয়ের আবরণগুলি ।


বড় সাধ যারা আজো মাটির কাছাকাছি
শুয়ে আছে
প্রতিদিন মরে না সহজে
পেয়ে যাবো তাদের হৃদয় ।
মনে তবু জাগে আজো ভয় ,
মাটির ভিতরের মদ পান করে
পারবো হতে পৃথিবীর বুভুক্ষু মাতাল ?
মানুষ কী খুঁজে পাবে মুথা-ঘাস ঘাস-ফুল
আমার হৃদয়ে অবিরত ?
তবু ভাবি কৃত্রিম আবরণ খুলে দিয়ে উষসী আকাশে
আমিও মাটির কাছে হয়ে যাবো নত ।


************************************