হৃদয়ের দাবী নিয়ে মনে হতো তোমার দুচোখ
অনেক অনেক কাছে ঠিক যেন শিশিরের জল ,
যখনই গিয়েছি কাছে তুমি কিন্তু দূরে সরে গেছ
তখনই হয়েছে মনে সে হৃদয় পাষাণের মতোই অবিকল ।


হৃদয়ের খুব কাছে এসে তুমি বার বার কর অবহেলা
মনে হয় ম্লান মুখে নেমে গেছে জীবনের অমোঘ আঁধার ,
তুমি কিন্তু নির্বিকার , আমি শুধু পথ চেয়ে বসে থাকি একা
দেখে যেতে সেই চোখে জল এসে ভিজে গেছে কপোল তোমার ।


হৃদয়ের সেই দাবী যখন আমার ফুলের মতোই মনে হয়
তখনই তুমি শুরু করো জীবনের  রক্তাপ্লুত  শুধু অভিনয় ।


**************************************