আলোকের বুক থেকে নির্দয়তার সে কোন নির্দেশে
মানুষেরা অন্ধকারে এসে পড়ে কেউই জানে না ,
তারা আঁধারের বুকে হাঁটে অবিমিশ্র সুখের আশায়
তারপরে কর্ম-ক্লান্ত হয়ে কোথা চলে যায় ?
যেখানে রয়েছে আলো ঝরে পড়ে দেহ থেকে স্বেদ
মিশে গেছে সব ক্লান্তি মানুষের এইসব কুটিল বিভেদ
সেইখানে বেদনার ভার লঘু হয় ,
মানুষ বোঝে না তবু পৃথিবীতে কারো নেই জানবার সেটুকু সময় ।


তবু কেউ দেখে আঁধারের বুক থেকে হৃদয়ের ঢেউ মিশে গেছে
আলোকের বুকে ,পড়ে আছে অসীম অতল ,
সীমার বন্ধনে থেকে অসীমের পিপাসায় মরে গিয়ে দেখে তারা
চাষার মতোই মাটি খুঁড়ে ঈশ্বরের প্রেমের লাঙ্গল ।
***************************************