চামড়া আর মাংসের আগুনে
কোন এক ঝড় ঝঞ্ঝার দিনে
জ্বলে গেছে পূজার প্রদীপ ।
ইন্দ্রিয়ের বারংবার ব্যবহারে মরে গেছি আমি ,
এখন দেখি না চোখে
এখন শুনি না কানে
জ্বলে গেছে সেই মন চামড়া আর মাংসের আগুনে ।
সুদূরে দৃষ্টি ফেলে ভাবি
মানুষ হাঁটছে তবু যুগ যুগান্তর ধরে
বুকে নিয়ে  আদিমতম ক্ষুধা ,
সময়ের ঘূর্ণাবর্তে ডুবে যায় তাদের শরীর ।
আজো জ্বলে চামড়া আর মাংসের আগুন
তার আঁচ পেতে ওতপেতে বসে আছে সহস্র শকুন ।


*****************************