এই বসন্ত একদিন এসেছিল দেহে মনে কোলাহল করে
সাথে নিয়ে রূপরাশি আর ফুলমালা ,
আজ সে নিভৃতে আসে চোখে জল নিয়ে
দেহে তার শুকনো পাতা শুকনো ডালপালা ।
সেদিন বসন্ত এসে চলে গেছে চিতার ক্ষিপ্র-পায়ে
ফেলে দিয়ে গেছে তার রূপ ,
এখন দেখছি আমি অনাঘ্রাত যৌবনের মদির বিহ্বলতা
বেদনায় হয়ে গেছে চুপ ।
কখনো  আমার জীবনে  সে আসবে না আর
ঝড়ের সংকেত নিয়ে দিতে তার কামনা মদির ,
আজ সে নিভৃতে আসে চোখে জল নিয়ে
মনে হয় ক্ষুধা-ভারে সেও বুঝি হয়েছে অস্থির ।


তবুও সে ঋতুরাজ ,আজো তার বিলোল নয়ন
জীবনকে কত রূপে দোলা দিয়ে যায় ,
যাদের জীবনে শুধু নিদাঘের শুষ্কতা
তারা আজো ফুলে নয় ,বসন্তের কোলাহলে নয়
গরম ভাতের গন্ধে কোথায় ঘুমায় ?


****************************************