যেতে যদি পারি চলে যাবো
ছড়িয়ে ছিটিয়ে দিয়ে চলে যাবো
তোমাদের কাছ থেকে দূরে ।
যেখানে মানুষ মিশে যায় সুনীল আকাশে
পুনরায় ফিরে আসে পৃথিবীর বিস্তীর্ণ বাতাসে ।
তোমাদের ছেড়ে আমি যেতেই পারি না
এই সব দিনরাত্রি জীবনের মায়াবী সকাল
আমার দেহের মাঝে করে যায় খেলা ,
যেতে তাই সহজে পারি না ,পড়ে আছি এখানে একেলা ।


যেতে যদি পারি চলে যাবো
মায়ার বাঁধন ছিঁড়ে চলে যাবো ।
সংসারের মানুষের সুমধুর ডাক
মৃত্যুকেও চিরকাল করেছে নির্বাক ।
তবু যেতে যদি পারি চলে যাবো
ফেলে রেখে জীবনের তুচ্ছ চাওয়া পাওয়া ,
ভুলে যাবো কাঁদা হাসা আর ভালোবাসা
জেনেছি আমি যায়নি কেউ
যাওয়া মানে এভাবেই ফিরে ফিরে আসা ।


***************************************