প্রাইমারি ইস্কুলের ভোলানাথ বাবু
বাংলা শেখাতে এলে করে দেন কাবু ।
সেইদিন ছেলেদের শেখালেন রামায়ণ
রামের সঙ্গে ছিল বল্ দেখি কতজন ?
তারা বলে দুইজন ,সীতা আর লক্ষ্মণ
ভোলানাথ বাবু বলে পাঠে কি দিবি না মন ?
রামানুজ সাথে ছিল আর ছিল জানকী
তারা বলে জানি না , শব্দের মানে কি ?
আম্রকে কেন তোরা বলছিস আম ?
দাশরথি না বলে বলছিস রাম ?


ক্রন্দন মানে তোরা জানিসনি কাঁদা
বাংলাটা শিখে নেরে তোরা সব হাঁদা ।
অন্নকে ভাত আর বৃক্ষকে গাছ
মৎস্যকে আজো তোরা বলছিস মাছ ।
বয়স তোদের দেখি হয়ে এলো ছয়
বেলকে বিল্ব বলা না শিখলে নয় ।
**********************************